রাজনৈতিক সঙ্কটের কারণে বলিভিয়ায় নতুন নির্বাচনের প্রস্তাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজনৈতিক সঙ্কটের কারণে বলিভিয়ায় নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ।
বুধবার সিনেট সদস্যদের কাছে এই নতুন নির্বাচনের প্রস্তাব দেন তিনি। এ সময় নতুন নির্বাচনের মাধ্যমে বলিভিয়ায় শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন জেনিন আনেজ। । তবে কবে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের দলের সিনেটরাও নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। তীব্র বিক্ষোভ ও সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করে এখন মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। আর সিনেটের অনুমোদন নিয়ে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে দেশ পরিচালনা করছেন জেনিন আনেজ। এর পর থেকেই বলিভিয়ায় চরম রাজনৈতি সঙ্কট দেখা দিয়েছে।