দিবারাত্রি টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের দিবারাত্রি টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন পেসার আল আমিন ও স্পিনার নাইম হাসান। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।