ঢাকাসহ সারাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরেছে গণপরিবহন চলাচল
- আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঢাকাসহ সারাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরেছে গণপরিবহন চলাচল। বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস । চলছে আন্তঃজেলা ও রাজধানীতে চলাচলকারী বিভিন্ন রুটের গণপরিবহনও। তবে নতুন সড়ক পরিবহন আইনটি সংশোধনের দাবিতে এখনো অটল বাস চালকরা ।
বুধবার গভীর রাতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকরা সারাদেশে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বৃহস্পতিবার ঢাকার সড়কগুলোতে গণপরিবহনের কমতি তো ছিলই, দূরপাল্লার বাসও স্বাভাবিকভাবে চলেনি।
তবে শুক্রবার স্বাভাবিক ধারায় ফিরেছে রাজধানীসহ দেশের গণপরিবহন চলাচল। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক কর্মদিবসের তুলনায় একটু কম।
শ্রমিকরা জানান, দাবি-দাওয়া মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন তারা।
এদিকে নতুন আইনের কঠোর ধারাগুলো সংশোধনের দাবি সরকার বিবেচনায় নেয়ায় আজও শ্রমিকদের গাড়ি চালাতে আহ্বান জানান শ্রমিক নেতারা।
সট: মোস্তাকুর রহমান মোস্তাক, সভাপতি, জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন।
খুর শিগগিরই সরকার নতুন সড়ক আইনের কঠোর ৯টি ধারা পরিবর্তন করেবে এমনটাই দাবি পরিবহন শ্রমিকদের।