বগুড়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্টিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বগুড়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বিকেলে বগুড়া শহরের একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক পার্টির বিভাগীয় আহবায়ক লুৎফর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় পার্টির নেতা শহিদুর রহমান পশারী, আব্দুল মজিদ, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেলসহ বিভিন্ন জেলার নেতারা। বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আদর্শে দেশ গড়তে জনগণের পাশে থেকে তাদের সেবা করতে হবে। পরে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।