মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপি’র দেবেন্দ্র ফরনবিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপি’র দেবেন্দ্র ফরনবিশ। সকালে রাজভবনে দেবেন্দ্র’র পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।
বিজেপি ও এনসিপির জোট গঠনের করার পর শনিবার সকালে তারা শপথ নেন। মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেয়ায় দেবেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এনসিপি ও কংগ্রেসের সঙ্গে শিবসেনা জোট করে। শুক্রবার রাতে বৈঠকের পর জানানো হয়, মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ভব থ্যাকারে। তবে শনিবার সকালেই সিদ্ধান্ত বদলের কথা জানানো হয়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি শেষে শপথ নিলেন বিজেপি ও এনসিপি জোটের নেতারা।