শুকনো মৌসুম শুরু হতেই রাজধানীতে বেড়েছে বায়ু দূষণ
- আপডেট সময় : ১০:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শুকনো মৌসুম শুরু হতেই রাজধানীতে বেড়েছে বায়ু দূষণ। শহরের উন্নয়ন কর্মকান্ড এই দূষণে যোগ করেছে নতুন মাত্রা। বায়ু দূষণ রোধে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথা জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী। অন্যদিকে, উন্নয়ন এলাকায় পানি ছিটানোর পরামর্শ দিলেন নগর বিশেষজ্ঞ।
নাক-মুখ ঢেকে বা মুখে মাস্ক ব্যবহার করে পথচারীদের রাস্তা চলাচলের চিত্র চোখে পড়ে রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কে। নগরবাসীর জীবন সংগ্রামে নতুন বিড়ম্বনা যোগ হয়েছে বায়ু দূষণ। একারণে পৃথিবীর বায়ু দূষণ নগরীর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।
ধুলোময় রাস্তায় চলতে বা পার হতে বেশ বেগ পেতে হয় হচ্ছে নগরবাসীকে। শহর থেকে হারিয়ে গেছে নির্মল বায়ু। ঢাকার রাস্তাগুলো এখন সব সময় থাকে ধোঁয়াশা।
শুকনো মৌসুমে শহরজুড়ে বেড়ে যায় নির্মান কাজ। ইট ভাটাগুলো সচল, নির্মান সামগ্রী পরিবহন, আর নির্মান এলাকার ধুলোবালি ছড়িয়ে পড়ে গোটা নগরে। তাই নির্মান এলাকায় নিয়মিত পানি ছিটানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের নজদারি প্রত্যাশা করেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর বায়ু দূষেণর বিষয়ে, সোমবার আন্তঃমন্ত্রণালয় সভা হবে জানিয়ে, পরিবেশ ও বন মন্ত্রী জানান, বায়ু দুষণে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।