ঠাকুরগাঁওয়ে চলছে নবান্নের উৎসব
- আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে চলছে নবান্নের উৎসব।খেঁজুর রস নামিয়ে পিঠা পুলি বানানোর ধুম পড়েছে। শীত, কুয়াশা আর সোনালী রোদের পরশে অসাধারণ অনুভূতির সৃষ্টি করছৈ হিমালয় সংলগ্ন ঠাকুরগাঁওয়ে। নতুন ধান বিক্রির টাকায় উৎসব জমেছে হাট-বাজারে ও গ্রামীণ মেলায়।
ঠাকুরগাঁওয়ে চলছে ধান কাটা, কাঠের পিড়িতে ধান পিটানো, বাড়ির সামনে কৃষাণিদের কুলোয় ধান ঝাড়াসহ নবান্ন উৎসব। শিশির ভেজা ভোরে ব্যস্ত এ উত্তর জনপদ। ব্যস্ত কৃষকের বাড়ির উঠোন। সব ছাপিয়ে নবান্ন, নতুন ধান বরণের উৎসব মাঠে মাঠে। পাশাপাশি গ্রামের বাড়ি আর রাস্তার ধারে খেঁজুর গাছও তৈরি করছেন গাছিরা, এ প্রস্তুতি রস আর খেঁজুর গুড়ের। এদিকে, পিঠে পুলির ধুম পড়েছে বাড়ি বাড়ি। রাত জেগে আয়োজনও করছে বউঝিরা।
জীবনানন্দ দাস যে নবান্নের দেশে ফিরতে চেয়েছিলেন, হারিয়ে যাচ্ছে সেই ধানসিঁড়ি, উদ্বেগের কথাও জানালেন এ শিক্ষাবিদ। মানুষে মানুষে সম্প্রীতির এই উৎসব বেঁচে থাকুক জন্ম জন্মান্তর, এ প্রত্যাশা সবার।