বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকার এখতিয়ার এরিক এরশাদের নেই
- আপডেট সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকার এখতিয়ার এরিক এরশাদের নেই বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।
শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। এ সময় খালেদ আখতার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে এরিক এরশাদের সব খোঁজখবরই নেয়া হচ্ছে। যখন যা দরকার তাই করা হচ্ছে। ফলে বিদিশাকে প্রেসিডেন্ট পার্কে থাকার প্রয়োজন নেই। তবুও একসাথে থাকতে চাইলে তাদেরকে বাইরে থাকতে হবে। উল্লেখ্য, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন- প্রেসিডেন্ট পার্কে অনেকটা স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সন্তান এরিকও প্রেসিডেন্ট পার্কে তার মাকে রাখার সিদ্ধান্তের কথা জানান। এ নিয়ে বিপাকে পড়েন জাপার শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, এরিকের ওপর চাপ প্রয়োগ করে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছেন বিদিশা।