ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। মুশফিক ৫৯ রানে অপরাজিত রয়েছেন। তবে ইনিংস পরাজয় এড়াতে এখনও ৯০ রান প্রয়োজন বাংলাদেশের।
ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যানরা। যেখানে উইকেট বিলিয়ে দেয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন সাদমান, ইমরুল, মমিনুল ও মিথুনরা। চার ব্যাটসম্যানের কেউই ছুতেঁ পারেননি দুই অঙ্কের ঘর। শূন্য রানে বিদায় নেন সাদমান ও মমিনুল হক। ৫ রানে সাজঘরে ফেরে ইমরুল আর মোহাম্মদ মিথুন আউট হন ৬ রানে। দলীয় ১৩ রানে চার উইকেট হারিয়ে যখন বিপর্যস্ত বাংলাদেশ, তখন ঘুরে দাড়ানোর চেস্টায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগে, বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানের ব্যাটে দ্বিতীয় দিনে ভাল শুরু পায় ভারত।