নিউজিল্যান্ডের রান পাহাড়ের নিচেই চাপা পড়লো ইংল্যান্ড
- আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের রান পাহাড়ের নিচেই চাপা পড়লো ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৬৫ রানে হেরেছে ইংলিশরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে চতুর্থ দিন রানের পাহাড় গড়ে টেস্টের লাগাম নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। ৯ উইকেটে ৬১৫ রানে ইনিংস ঘোষণার পর দিনের শেষভাগে ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিকর অবস্থায় ছিল ইংলিশরা। তাই শেষ দিন এই টেস্ট বাঁচাতে তিনটা সেশন লড়াই করতে হতো সফরকারীদের। কিন্তু ২১ দশমিক ৪ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড আত্মসমর্পণ করেছে ১৯৭ রানে অলআউট হয়ে। ইংলিশদের হয়ে ১৪২ বলে ৩৫ রানের লড়াকু ইনিংস খেলেছেন জো ডেনলি। আর ৮৪ বলে ২৮ রান করেন বেন স্টোকস। বাকিরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেননি। পেসার নেইল ওয়াগনার দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন। ৪৪ রানে নিয়েছেন ৫ উইকেট। মিচেল স্যান্টনার ৫৩ রানে ৩ উইকটে নিয়েই ছিলেন। এই টেস্ট জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো কিউইরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে বৃহস্পতিবার। ম্যাচসেরা ডাবল সেঞ্চুরিয়ান বিজে ওয়াটলিং।