অপরিকল্পিত কারখানা নির্মাণের ফলে বায়ুদূষণে বিশ্বের মধ্যে বাংলাদেশ এক নম্বর
- আপডেট সময় : ০৮:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাজধানীর উন্নয়ন কার্যক্রম, ইটভাটা ও অপরিকল্পিত কারখানা নির্মাণের ফলে বায়ুদূষণে বিশ্বের মধ্যে বাংলাদেশ এক নম্বর হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। সোমবার সচিবালয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সর্বশেষ তথ্যানুসারে বাংলাদেশে গড় বায়ুদুষণের পরিমাণ ৯৭.১০ পিএম।ধুলিকণা, গাড়ির কালো ধোঁয়া এবং কলকারাখানার কালোধোঁয়ায় এই দুষণের প্রধান উপাদান।
ঢাকার বাতাসে কার্বণ ডাই অকসাইড, কার্বণ মনো অকসাইড, সালফার ডাই অক্সাইড এবং ক্লোরো ফ্লোরো কার্বণের অতিরিক্ত মাত্রায় উপস্থিতির হার লক্ষণীয়।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, এই ক্ষতিকর মাত্রায় দুষণের উপস্থিতির কারণে বাংলাদেশ এ্খন বিশ্বের এক নম্বর বায়ুদুষণের দেশ।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়গুলোর সাথে সভা করে করণীয় ঠিক করা হবে।
এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুসারে বাংলাদেশের পরেই আছে পাকিস্তান। কিন্তু তাদের বায়ুদুষণের পরিমাণ ২১ পিএমেরও কম।