সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে ধীরে ধীরে এগুচ্ছে সরকার
- আপডেট সময় : ০৮:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সড়ক পরিবহণ আইন বাস্তবায়নে ধীরে ধীরে এগুচ্ছে সরকার। দেশের মানুষের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি থাকলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ আছে। বিআরটিএ’র সক্ষমতা বাড়ানো ও জনবল নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।
সড়ক পরিবহণ আইন বাস্তবায়ন শুরু হতে না হতেই টানা ধর্মঘটে যায় পরিবহণ শ্রমিক ও মালিকরা। বিষয়টি নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে স্বরাষ্ট্রমন্রীটে আসাদুজ্জামান খান কামাল আইন শিথিল করেন আগামী বছরের জুন পর্যন্ত। এসময়ের মধ্য বিআরটিএকে শক্তিশালী করাসহ বেশ কয়েকটি বিষয় হাতে নিয়েছে মন্ত্রণালয়।
ভারতে এনআরসি বা চূড়ান্ত নাগরিক পঞ্জি করার পর বাংলাদেশে অনুপ্রবেশ করছে ওদেশের অনেক নাগরিক। এমন পরিস্থিতি উদ্বেগজনক হলেও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আশাবাদী তিনি।
পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করার মতো সক্ষমতা বিএনপি’র নেই বলে, চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওবায়দুল কাদের।