আজ মাগুরার ২৭ মুক্তিযোদ্ধা শহীদ দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আজ মাগুরার ২৭ মুক্তিযোদ্ধা শহীদ দিবস।
১৯৭১ সালের ২৬ নভেম্বর রাতে মাগুরার এক দল মুক্তিযোদ্ধা শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে রাত যাপনের জন্য মাধব কুন্ডুর একটি টিনের ঘরে অবস্থান নেয়। পরে তাদের এই অবস্থানের খবর রাজাকাররা শৈলকুপা ও মাগুরায় পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। ভোরে মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে তারা। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তবে ত্রিমুখী আক্রমনের মুখে সেখানেই ২৭ মুক্তিযোদ্ধা শহীদ হন। প্রতিবছর দিনটিকে কামান্না শহীদ দিবস হিসেবে পালন করে আসছে মাগুরাবাসী।