অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো ৯ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো ৯ জনকে আটক করেছে বিজিবি।
ভোরে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু। তাদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২’শ ৩৮ জনকে আটক করেছে বিজিবি।