শেষ মূহুর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয় রুখে দিয়েছে পিএসজি
- আপডেট সময় : ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শেষ মূহুর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জয় রুখে দিয়েছে পিএসজি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। জোড়া গোল করেন করিম বেনজেমা।
রিয়ালের মাঠে আতিথ্য নেয় ফরাসী ক্লাব পিএসজি। স্প্যানিশ-ফরাসী দুই ক্লাবের হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই মাঠে রোমাঞ্চ ছড়ান ফুটবলাররা। ১৭ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। কারভাহালের সঙ্গে ওয়ান-টু ওয়ান পাসে প্রথম চেষ্টায় গোল করতে ব্যর্থ হলেও দ্বিতীয়বার ঠিকই জালে বল পাঠান বেনজেমা। এই লিড দীর্ঘ সময় ধরে রেখে ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে রিয়াল মাদ্রিদ। নিজের গোলের জোড়া পূর্ণ করেন বেনজেমা। কিন্তু রিয়ালের নিশ্চিত জয়ের ম্যাচ নাটকীয় ঘটনা ঘটে পরের ৫ মিনিটে। ৮১ মিনিটে ব্যবধান কমান এমবাপ্পে। দুই মিনিটের ব্যবধানে রিয়ালের জালে ফের গোল করে পিএসজি।এবার গোলদাতা ছিলেন পাবলো সারাবিয়া। পয়েন্ট ভাগাভাগিতে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান নিশ্চিত করে পরের পর্বে পা রাখলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালেরও পরের পর্ব নিশ্চিত হয়েছে।