নিজের বিরুদ্ধে শুনানিতে ডাক পড়লো খোদ ডোনাল্ড ট্রাম্পের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অভিশংসন তদন্ত নিয়ে মন্তব্য করায় এবার নিজের বিরুদ্ধে শুনানিতে ডাক পড়লো খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
আগামী ৪ ডিসেম্বর ট্রাম্পকে অভিশংসন তদন্তের শুনানিতে হাজির হওয়ার ‘আমন্ত্রণ’ জানিয়েছে মার্কিন কংগ্রেস। এরইমধ্যে আমন্ত্রণ জানিয়ে ট্রাম্পের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মার্কিন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ট্রাম্পকে হয় শুনানিতে হাজির হতে হবে, অন্যথায় এ বিষয়ে অভিযোগ করা থেকে তাকে বিরত থাকতে হবে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে শুনানিতে অংশগ্রহণের বিষয়ে ট্রাম্পকে সিদ্ধান্ত জানানোর জন্য সময় বেঁধে দিয়েছেন তারা। এর আগে চলমান অভিশংসন তদন্তে সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তাকে শুনানিতে ডাকলো মার্কিন কংগ্রেস।