বিএনপির গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলায় মামলা করেছে পুলিশ
- আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির শীর্ষ ২৮ নেতাসহ অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শাহবাগ থানায় মামলাটি করা হয় ।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যানারে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গাড়িও ভাঙচুর করা হয়।গাড়ি ভাঙচুর করতে করতে বিক্ষুব্ধ কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যায়। এদিকে, এ ঘটনায় রাত ৩টার দিকে, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।