মার্কেটে ধরা পড়ে চুরি করা নয়টি ডেনিম প্যান্ট পর্যায়ক্রমে খুলছেন এক নারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মার্কেটে ধরা পড়ে চুরি করা নয়টি ডেনিম প্যান্ট পর্যায়ক্রমে খুলছেন এক নারী। ভেনিজুয়েলার এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছে।
শপিং মলে হরেক রকম চুরির ঘটনা ঘটে। সিসি টিভির কল্যাণে তা ধরাও পড়ে অনেক সময়। এসব ঘটনা ভাইরাল হয়ে চারদিকে হইচই ফেলে দেয়।
শুধু অভাবের তাড়নায় নয়, স্বভাবের কারণেও অনেকে এমন অপকর্ম করে।
ভেনিজুয়েলায় ঘটেছে এক অদ্ভুত চুরির ঘটনা। ডেইলি মেইল বলছে, এক নারী পোশাকের দোকানে ঢুকে ডেনিমের নয়টি প্যান্ট চুরি করতে গিয়ে পার পাননি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কৌশল হিসেবে ওই নারী একে একে প্যান্টগুলো পড়েন। তবে ধরা খাওয়ার পর খুলতেও হয়েছে সবগুলো।
অর্ধকোটি মানুষ ভিডিও দেখলেও জানা যায়নি গুণবর্তী ওই নারীর পরিচয়।