হংকং’এর বিক্ষোভকারীদের সমর্থন বিলে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
হংকং’এর চলমান চীনবিরোধী আন্দোলনে গণতন্ত্রীপন্থী বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাস হওয়া, দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নামের ওই বিলে বলা হয়েছে, চীনের অন্যান্য এলাকা থেকে হংকং যেন আলাদা স্বায়ত্বশাসনের সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়া চীনের ওপর যুক্তরাষ্ট্রের কোনও নিষেধাজ্ঞার প্রভাব হংকং’এ পড়বে না বলে জানানো হয়। এদিকে, যুক্তরাষ্ট্র অশুভ উদ্দেশ্যে এই বিল পাস করেছে অভিযোগ করে এর জবাব দেওয়া হবে বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।