পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি কম এবং মজুদে ত্রুটি থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
সকালে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের আরো বলেন, বৃষ্টির কারণে কৃষক পেঁয়াজ ওঠানোর সময় মজুদ করতে পারেনি। চাহিদা মেটাতে ২৫ থেকে ২৬ লাখ টন পেঁয়াজের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে বর্তমানে ৩শ’ থেকে ৫শ’ মেট্রিক টন পেয়াজ আমদানি হচ্ছে। রেব, পুলিশ ও সেনা বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না বলেও জানান তিনি। এর আগে, কৃষিমন্ত্রী ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।