শীতের আগমনে মেহেরপুরের লেপ-তোষকের কারিগরেরা ব্যস্ত সময় কাটাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শীতের আগমনে মেহেরপুরের লেপ-তোষকের কারিগরেরা ব্যস্ত সময় কাটাচ্ছে।তবে দাম বেশি বলছেন ক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি, মোকাম থেকেই লেপ-তোষক তৈরির কাঁচামালের দাম বাড়ানো হয়েছে।
শীত মৌসুমের তিন মাস চলে লেপ-তোষকের কাজ। অন্যান্য মাসের তুলনায় মেহেরপুরে এবার কাজের চাপ বেশি কারিগরদের। প্রতিদিন ৫ থেকে ৬টি যাজিম এবং ১০ থেকে ১৫টি করে লেপ-তোষক তৈরি করছেন তারা। প্রতিটি লেপ-তোষকে খরচ পড়ছে ৮’শ থেকে ১৫’শ টাকা।
ক্রেতারা বলছেন, প্রতিবছরই চাহিদা বাড়ে। কিন্তু বেড়েই চলেছে দাম। এখনো বেচাকেনা বাড়েনি। এরপরও প্রতিদিন ৭-৮ জন কারিগর কাজ করছে। তবে লেপ-তোষক সামগ্রীর দাম বেড়ে গেছে বলছেন ব্যবসায়ীরা। শীত বাড়লেই ঢাকার মোকাম থেকে লেপ-তোষক সামগ্রীর দাম বাড়িয়ে দেয়া হয়। আর এর প্রভাব পড়ে ক্রেতা-বিক্রেতাদের ওপর।