দেশের প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতির আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দসহ অনেকে। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় শিগগিরই ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। রোগীরা নিজ এলাকায় কিডনি ডায়ালাইসি করতে পারবে।