বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
পরে তাদের ডিবিতে হস্তান্তর করা হয়। বিকেল আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠানে আসেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাব থেকে বের হতে গেলে পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পর তারা জামিন পান।