পাবনায় এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পাবনায় এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শিক্ষার্থীসহ ৫ জন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গেলরাতে চিকিৎসা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সটি হাসপাতাল থেকে ক্যাম্পাসের দিকে রওনা হয়। এসময় পাবনা- ঢাকা মহাসড়কের রাজাপুরে পৌছালে উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার সময় এ্যাম্বুলেন্সের চালক রাজু আহমেদ মারা যায়। গুরুতর আহত দুই পথচারীসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।