শীতের আগমনে চুয়াডাঙ্গার বেলগাছিতে নানা প্রজাতির পাখির দেখা মিলছে
- আপডেট সময় : ১০:৫৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শীতের আগমনে চুয়াডাঙ্গার বেলগাছিতে নানা প্রজাতির পাখির দেখা মিলছে।মুখর হয়ে উঠেছে পাখির কলকাকলিতে। গ্রামটিকে অভয়াশ্রম তৈরি করায় দিনদিন পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় বেলগাছিসহ কয়েকটি গ্রামের জমিতে কিটনাশক কম ব্যবহার করে বাড়ানো হচ্ছে ফসলের উৎপাদন।
বিল ও গাছ পালায় ভরপুর চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে এক সময় নানা প্রজাতির পাখ-পাখালির আবাসস্থল ছিল। শহরের শিকারিরা পাখি ধরা শুরু করলে কমতে থাকে পাখির সংখ্যা। পরে গ্রামের ৩৫-৪০ জন যুবক পাখিদের নিরাপদ বসবাসের জন্য গাছে গাছে বিশেষ ব্যবস্থায় টাঙিয়ে দেয় মাটির ভাঁড় ও বাঁশের ঝুড়ি। নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় দিনদিন পাখির সংখ্যা বাড়ছে।
যুবকদের এই উদ্যোগে পাখির আনোগোনা বেড়েছে। এর উপকারিতার কথা জানানপৌর কাউন্সিলর। এ কাজকে এগিয়ে নেয়ার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করবে বলে জানান এ কর্মকর্তা।