সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগের সব অর্জন
- আপডেট সময় : ০২:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগের সব অর্জন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি আদর্শকে ধংস করার চেষ্টা করা হয়েছিলো। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই আদর্শ ধরে রাখাতে অগ্রণী ভূমিকা রেখেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বেলা এগারটার দিকে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম একযোগে ঘোষণা করা হয়।