অনুষ্ঠিত হলো জাতীয় আদিবাসী পরিষদের তৃতীয় জেলা সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো জাতীয় আদিবাসী পরিষদের তৃতীয় জেলা সম্মেলন।
দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে এ উপলক্ষে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলার প্রায় ৩ হাজার আদিবাসী নারী-পুরুষ এতে অংশ নেন। পরে সম্মেলনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী। জ্যাকব খালকোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, নরেন চন্দ্র পাহান ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অনেকে।