গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন সরকার ভেঙে খান খান করে দিয়েছে
- আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন সরকার ভেঙে খান খান করে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন তিনি। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকা ঠিক করেনি। শহীদদের সমাধিতে ফুল দিতে আসা বিশিষ্টজনও সংগ্রাম পত্রিকার শিরোনাম নিয়ে প্রতিবাদ জানান।
১৯৭১ এ বাঙালির বিজয়ের বুকভরা গর্বের পেছনেই রয়ে গেছে নিঃশব্দ চাপা কষ্টের সমাধি। প্রতিবছর এ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে শত শত সংগঠনের ব্যানারে হাজারো মানুষ। ভোরের সূর্য আলো ছড়ানোর আগেই ফুলে ফুলে ভরে যায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিসৌধ।
তবে, স্বাধীনতার ৪৮ বছর পরও সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চলছে বলে দাবি ফুল দিতে আসা অনেকের। বুদ্ধিজীবী দিবসে শহীদদের সমাধিতে ফুল দিতে এসে ডাকসুর সাবেক নেতারা দৈনিক সংগ্রাম পত্রিকায় যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ আখ্যা দেয়ার প্রতিবাদ জানান।
একই বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সংগ্রাম পত্রিকার ধৃষ্টতা দেখানো ঠিক হয়নি। এ সময় বুদ্ধিজীবীদের ত্যাগ ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের ষড়যন্ত্রের কথাও স্মরণ করিয়ে দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শহীদদের বেদীতে ফুল দেয়া শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেশের সব অর্জন শেষ করে দিয়েছে। উদার গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।