কেরানীগঞ্জের আগুনের ঘটনায় আসাদ নামে আরো এক কিশোরের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জের আগুনের ঘটনায় আসাদ নামে আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসাদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক সামন্ত লাল সেন। এ ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আরো ৯ জন, আর বার্ন ইউনিটে ভর্তি আছেন ৮ জন। চিকিৎসাধীন ১৭ জনের অনেকের কমবেশী ৮০ শতাংশই পুড়ে যাওয়ায় তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, দগ্ধদের চিকিৎসায় অনেক রক্তের প্রয়োজন। বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় আগুনের ঘটনায় ৩১ জন দগ্ধ হয়।