কাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ঘরের মাঠে দারুন ছন্দে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বিরাট কোহলির দল। এবার ওয়ানডে মিশনে নামছে ভারত। সামপ্রতি ফর্ম আর পরিসংখ্যান এগিয়ে স্বাগতিকরা। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে কোহলিরা। অপর ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। তাই এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। অন্যদিকে, ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ হারলেও, ওয়ানডে সিরিজে ঘুরে দাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। মাঠের লড়াইয়ে সেরাটা দিয়ে জয় চায় ক্যারিবিয়রা।