গাইবান্ধা শহর ও আশপাশে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে
- আপডেট সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহর ও আশপাশে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে আক্রান্ত শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই শিশু। রোগিদেরকে ফুটানো পানি পান করার পাশাপাশি খাবারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।
সাতই ডিসেম্বর দুপুর থেকে হঠাৎ করেই গাইবান্ধা সদর ও আশপাশের এলাকায় বেড়ে গেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গড়ে দিনে অর্ধশাধিক রোগী হাসপাতালে আসছে। এর মধ্যে শতাধিক রোগীকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সিট না পেয়ে, হাসপাতালের মেঝে ও বারান্দায় অনেকে চিকিৎসা নিচ্ছে । রোগীর চাপ বেশী হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগীর স্বজনরা জানায়, শীত বেড়ে যাওয়ায় হঠাৎ করেই শিশুদের বমি, ডায়রিয়া ও নিমোনিয়াসহ নানা রোগ দেখা দিয়েছে।
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আবুল আজাদ মণ্ডল জানান,‘ডায়রিয়া রোগিদের জন্য অতিরিক্ত বেডসহ বেশকিছু প্রস্তুতি নেয়া হয়েছে। হাসপাতালে ওষুধ এবং স্যালাইনের সংকট নেই। প্রতিবছরের ডিসেম্বর ও জানুয়ারিতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়-জানিয়ে সিভিল সার্জন সবাইকে আংকিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।