উদ্যোগ, দক্ষতা ও পেশাদারীত্বে অর্জিত মান বজায় রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উদ্যোগ, দক্ষতা ও পেশাদারীত্বে অর্জিত মান বজায় রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো ত্যাগের মানসিকতা নিয়ে দেশের কল্যানে কাজ করারও আহ্বান জানান তিনি। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে যার যার নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।
ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৯ ও আর্মড ওয়ার কোর্স ২০১৯-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদি আরবসহ ২২টি দেশের ৮৫ জন কর্মকর্তা অংশ নেন। আর আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেন ৩৮ কর্মকর্তা। রোববার কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুর সেনানিবাসে গ্রাজুয়েশন সিরিমনিতে উর্ত্তীর্নদের হাতে সনদ তুলে দেন সরকার প্রধান। সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামরিক সদস্যদের পাশাপাশি প্রশাসনিক ব্যক্তিদেরও অর্থনৈতিক মুক্তি, জাতীয় সমৃদ্ধি ও নিরাপত্তার ধারনা থাকা উচিত।
মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে ভুমিকার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে চৌকস করতে সব পদক্ষেপ নেয়া হচ্ছে। ভবিষ্যতের বাংলাদেশকে যেন দারিদ্র্য, দুর্দশা স্পর্শ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ত্যাগে অর্জিত স্বাধীনতাকে কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। “জ্ঞানেই নিরাপত্তা” এ মূলমন্ত্রকে ধারন করে দেশকে স্থিতিশীল, টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।