উত্তেজনাকর ম্যাচে বার্সেলোনাকে রুখে দিয়েছে সোসিয়েদাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগার উত্তেজনাকর ম্যাচে বার্সেলোনাকে রুখে দিয়েছে সোসিয়েদাদ। ২-২ গোলের ড্র-য়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল।
ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য ছিলো সোসিয়েদাদের। ৫৩ ভাগ বলের দখল, পোস্টে নেয়া ১৯ শট বার্সেলোনার চেয়ে স্বাগতিকদের অনেক এগিয়ে রেখেছিলো সান সেবাস্টিয়ানে। ফলও আসে ১২ মিনিটে। মিকেল ওইয়ারজাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষভাগে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান আন্তোয়ান গ্রিজমান। এরপর বিরতির পরপরই লিওনেল মেসির অ্যাসিস্টে কাতালানেদর লিড এনে দেন লুইস সুয়ারেজ। ৬২ মিনিটে সোসেয়েদাদের হয়ে সমতা আনেন আলেক্সান্ডার ইসাক। তাতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।