সহসাই ধুলাবালি থেকে নিস্তার নেই ঢাকা মহানগরবাসীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সহসাই ধুলাবালি থেকে নিস্তার নেই ঢাকা মহানগরবাসীর। উন্নয়নের জন্যই ধুলাবালির ভোগান্তি আরো কিছুদিন থাকবে। জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।
দুপুরে সচিবালয়ে জাপান সরকারের দেয়া ১৫০টি বর্জ্যবাহী ট্রাকের চাবি তিন সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ঢাকা মহানগরীতে যে উন্নয়ন হচ্ছে, সেজন্য ধুলাবালির এই ভোগান্তি আরো কিছুদিন নগরবাসীকে সহ্য করতে হবে। মশার উপদ্রব নিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকার অবগত আছে। যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এসময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।