কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজন মারা গেছেন
- আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মারা গেলেন। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, ঢাকা মেডিকেলে যারা চিকিৎসাধীন আছেন তাদের বিশেষ গুরুত্ব দিয়ে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।
গেল বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় ভয়াবহ আগুনে ঘটনাস্থলেই ১২জন নিহতসহ অর্ধশতাধিক হতাহত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের মধ্যে গত দু’দিনে দু’জনসহ রোববার সকালে মারা যায় আরো ৩ জন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭-তে।
চিকিৎসকরা বলছেন, দগ্ধদের মধ্যে এখনো ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। পরে তিনি জানান, ঢাকা মেডিকেলেই এখন সবার উন্নত চিকিৎসা হওয়ায় কারো বিদেশে নেবার প্রয়োজন নেই।
দগ্ধদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।