ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় ৪ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।
ভোরে উপজেলার জুললী বিওপি’র মগদাসপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং বাকি ৩ জন বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে তারা। বিজিবি’র খালিশপুর ব্যাটালিয়নের সহকারি পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী পুরুষ প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে জলুলী বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে মগদাসপুর মাঠ থেকে তাদের অটক করে। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।