মুক্তিযোদ্ধার সংখ্যায় দেশে নড়াইলের লোহাগড়ার অবস্থান দ্বিতীয়
- আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮১ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধার সংখ্যায় দেশে নড়াইলের লোহাগড়ার অবস্থান দ্বিতীয়। অথচ স্বাধীনতার ৪৯ বছরেও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কোন স্মৃতিস্তম্ভ ও নামফলক গড়ে ওঠেনি সেখানে। বছর ঘুরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মুক্ত দিবসে শ্রদ্ধাঞ্জলী জানাতে হয় লোহাগড়ার মোল্যার মাঠের শহীদ মিনারে। মুক্তিযোদ্ধারা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুক্তিযুদ্ধের গৌরব, ঐহিত্য ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধার সংখ্যায় লোহাগড়া উপজেলার অবস্থান দেশের মধ্যে দ্বিতীয়। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের জন্মভূমি ও স্মৃতিধন্য নড়াইলের লোহাগড়া উপজেলাতে রয়েছে বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। লোহাগড়ার ৬৪ বীর সন্তান মুক্তিযুদ্ধের সময়ে কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে এই অসামান্য অবদান থাকা সত্বেও, স্বাধীনতার ৪৯ বছরেও লোহাগড়ায় কোনো স্মৃতিসৌধ নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।
শহীদর নামের ফলক না থাকায়, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তরুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণসহ গণকবরগুলো চিহ্নিত করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি স্থানীয়দের।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এম গোলাম কবিরও জনগণের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
শহীদদের স্মৃতি সংরক্ষণ, স্মৃতিফলক স্থাপন ও স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেয়া হবে এমনটাই প্রত্যাশা সকলের।