আপিল বিভাগ থেকে জামিন না পাওয়া নজিরবিহীন
- আপডেট সময় : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিল বিভাগ থেকে জামিন না পাওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে এ কথা জানান তার বোন সেলিনা ইসলাম। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও জানান সেলিনা ইসলাম। দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
সোমবার বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন মেজো বোন সেলিনা ইসলাম, তাঁর স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক ইস্কান্দার।
প্রায় দেড় ঘন্টা সাক্ষাতের পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম।
বেগম খালেদা জিয়া শরীরিক অবস্থা খুবই খারাপ উল্লেখ করে তিনি জানান,আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই।
সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার স্বজনরা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি আছেন খালেদা জিয়া। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা।