রাজনৈতিক উদ্দেশ্যে রাজাকারদের তালিকা করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় করতেই রাজাকারদের তালিকা করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। পুঙ্খানুপুঙ্খ বিচার না করে ৪৮ বছর পর রাজাকারের তালিকা কতটুকু সঠিক হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সুষ্ঠু-সঠিক তালিকা করা বিএনপিরও দাবি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, আর রাজাকারদের সঠিক তালিকা করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের দ্বারাই সম্ভব বলে জানান মির্জা ফখরুল।