সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিক নির্যাতন প্রতিরোধে চুক্তি করেছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিক নির্যাতন প্রতিরোধে ওই দেশের সাথে চুক্তি করেছে সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিবাসী দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ একথা জানান।
মন্ত্রী বলেন, গত মাসের ২৭ তারিখে সৌদি সরকার নারী শ্রমিক নির্যাতন প্রতিরোধে তাদের দেশে সেল খোলার কথা জানিয়েছে। এখন থেকে কোনো নারী অভিযোগ না করলেও তার পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে সৌদি সরকার। বাংলাদেশ সরকার নারী শ্রমিকদের কম মজুরি, চুক্তি অনুযায়ী নিয়োগ না দিলে এবং অভিবাসন ব্যয় বেশি নিলে ব্যবস্থা নেবে। মন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্রুত মালেশিয়া তাদের বাজার উন্মুক্ত করবে। ইউক্রেন, মরিশাস, উগান্ডার মতো অনেক দেশেও শ্রমিক পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান মন্ত্রী।