রাজাকারের তালিকা প্রত্যাহারসহ নতুন করে যাচাই বাছাই করে তালিকা প্রকাশের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজাকারের তালিকা প্রত্যাহারসহ নতুন করে যাচাই বাছাই করে তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
দুপুরে নগরীর ফকিরবাড়ি রোডের বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে, সরকারী গেজেটভূক্ত তার বাবা বীর মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তী ও মা উষা রানীর নাম রাজাকারের তালিকাভূক্ত করার প্রতিবাদ জানিয়ে এ দাবি করেন তিনি। একইসঙ্গে যারা রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম বসিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেয়ারও দাবি জানান ডা. মনিষা। প্রকাশিত তালিকায় তপন কুমার ছাড়াও বিশিষ্ট সাংবাদিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিহির লাল দত্ত এবং তার বাবা জিতেন্দ্র লাল দত্তের নামও এসেছে। এদিকে, বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর মন্ত্রনালয় প্রকাশিত রাজাকারের তালিকার কপিতে অগ্নিসংযোগ করেন তারা।