৯৯ কোটি টাকার চেক পেলেন মুন সিনেমা হলের মালিক
- আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অবশেষে পুরান ঢাকার ওয়াইজঘাটে মুন সিনেমা হলের জমির মালিক ও ইটালিয়ান মার্বেল কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমকে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৭৪ টাকার চেক বুঝিয়ে দিয়েছে আপিল বিভাগ।
একই সঙ্গে এই জায়গা ১৮ ডিসেম্বরের মধ্যে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের অনুকূলে রেজিস্ট্রি করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ৫ জানুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, পুরান ঢাকার ওয়াইজ ঘাটে একসময়ে মুন সিনেমা হলের মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে দেয়া হয়। ইটালিয়ান মার্বেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম এই সম্পত্তির মালিকানা দাবি করে মামলা করেন।