সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে।
দুপুরে ঢাকা-আরিচা মহসড়কের সাভারের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাভারের রাজফুলবাড়িয়া এলাকার আলাউদ্দিন ও তার ছেলে কাইয়ুম। স্থানীয়রা জানান, আলাউদ্দিন ও তার ছেলে কাইয়ুম সাভার থেকে মোটরসাইকেলে করে রাজাঘাটে যাচ্ছিলো। সাভার ব্যাংকটাউন ব্রিজ এলাকায় পৌছলে পেছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় আলাউদ্দিন। পরে হাসপাতালে নেয়ার পথে ছেলে কাইয়ুমও মারা যায়।