বঙ্গবন্ধু বিপিএলের দিনের ২য় ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের দিনের ২য় ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে সিলেট থান্ডার। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮০ রান।
রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচারকে নিয়ে ব্যাট শুরু করেণ সিলেট থান্ডার। রনি তালুকদারকে ২ রানে বোল্ড আউট করে সাজঘরে ফিরান বোলার মেহেদি হাসান রানা। দলীয় ২৩ রানে ৪ ওভার ৪ বলে রুবেলের বলে আবারও উইকেট হারান শফিকউল্লাহ্। এসময় দলের হয়ে হাল ধরেণ মোহাম্মদ মিঠুন ও আন্ড্রে ফ্লিচার। কিন্তু বেশিক্ষণ ধরে থাকতে পারেনি টিম থান্ডারর্স।
বিপিএলের টেবিল র্চাটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টুর্নাম্যান্টের ৩ খেলায় ২টিতে জিতেছে। অন্যদিকে সিলেট থান্ডার ৩টিতেই হেরেছে।