কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে
- আপডেট সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগছে শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষ।এদিকে, দিনাজপুরে শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬ টি নদ-নদীবেষ্টিত কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গত তিন দিনে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৬ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। গরম কাপড়ের অভাবে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে নিম্ন আয়ের মানুষ।
সরকারিভাবে জেলার ৯ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ৫১ হাজার ৫শ ১৪টি কম্বল বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো নিম্নগামী হতে পারে বলে জানান স্থানীয় আবহাওয়া অফিসের এই পর্যবেক্ষক।
এদিকে, দিনাজপুরেও কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। শীতে কষ্ট পাচ্ছে জেলার প্রান্তিক মানুষ।ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
জেলাশহরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোর বিভিন্ন বাজারে গরম কাপড়ের দোকান বেড়েছে বিক্রি। এদিকে, শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় পর্যবেক্ষণাগার বলছে ,দিনাজপুরে শীতের তীব্রতা আগামীতে আরও বাড়বে।