দেশের স্বার্থ সমুন্নত রেখে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে
- আপডেট সময় : ০২:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশের স্বার্থ সমুন্নত রেখে বিজিবির সদস্যদের সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান বন্ধে বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। বিজিবি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু এবং মাদক পাচার প্রতিরোধে সীমান্তে অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বীরত্ব ও ঐতিহ্যে গৌরবমন্ডিত এ বাহিনীর রয়েছে সুদীর্ঘ দু’শ চব্বিশ বছরের সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধে রয়েছে এ বাহিনীর অবিস্মরণীয় অবদান।
বিজিবি দিবসে রাজধানীর পিলখানায় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংগীতের পর প্যারেড পরিদর্শন শেষে শুরু হয় কুচকাওয়াজ। ৪টি কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
পরে, বিজিবিতে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির ৬০ জন কর্মকর্তা এবং সদস্যকে পদক তুলে দেন সরকার প্রধান।
এ সময়, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সততা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা।
পরে, মোটর রেলী ও ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’ এর ওপর সম্মিলিত প্রদর্শনী উপভোগ করেন শেখ হাসিনা।
দুপুরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।