দেশে রাজনীতিতে এখন চরম সংকট বিরাজ করছে
- আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পার্টির চেয়ারমান জিএম কাদের বলেছেন, দেশে রাজনীতিতে এখন চরম সংকট বিরাজ করছে।তাই আগামী দিনে সরকারের সাথে পাল্লা দিয়ে দেশ পরিচালনার করতে, জাতীয় পার্টির নেতা কর্মীদের সংগঠনকে আরো শাক্তিশালী করতে হবে।
দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ফেনী জেলার বিএনপি নেতা জহিরের নেতৃতে অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, দিন দিন জাতীয় পার্টিতে যোগদানের সংখ্যা বেড়েই চলছে। তাই সবাই সম্মিলিতভাবে কাজ করলে, আগামীতে সরকারের সাথে পাল্লা দিয়ে জাতীয় পার্টি চলতে পারবে। দলে যোগদানকারীদের নিজের পরিবারের মতই জাতীয় পার্টিকে দেখভাল করার আহ্বান জানান জিএম কাদের। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, যারা যে দলের পদবি থেকে জাতীয় পার্টিতে যোগদান করছেন, তাদেরকে সমমর্যাদায় জাতীয় পার্টিতে পদ দেয়া হবে।