প্রতি পাঁচজনে একজন মানুষ দরিদ্র হওয়ায় বাড়ছে অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ার ঘটনা
- আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রতি পাঁচজনে একজন মানুষ দরিদ্র হওয়ায় বাড়ছে অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ার ঘটনা, এমানটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আন্তর্জাতিক অভিবাসন দিবসে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে খুর শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এম এ মান্নান।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে রাজধানীর এফডিসিতে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়েজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় লালমাটিয়া মহিলা কলেজ ও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা । পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ালে নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে।
প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের অন্যতম আংশিদার প্রবাসীরা। আর তাদের কল্যানে কাজ করছে সরকার। বিভিন্ন দেশে প্রবাসীদের যে সব সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। প্রবাসীদের সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সাধারন মানুষকে সচেতন হবার আহ্বান জানান এম এ মান্নান।