চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচেও হলো রান উৎসব
- আপডেট সময় : ০৯:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচেও হলো রান উৎসব। যেখান শেষ ওভারের রোমাঞ্চে রংপুর রেঞ্জার্সকে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিলো কুমিল্লা। ১৮২ রান তাড়া করে ২ বল হাতে রেখে জয় পায় দাসুন সানাকার দল। সর্বোচ্চ ৪৯ রান করেন সাব্বির রহমান। এর আগে, মোহাম্মদ শাহজাদের ৬১ রানের তাণ্ডবে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর রেঞ্জার্স।
আসরে এখনো নিজেদর খুজে পায়নি রংপুর রেঞ্জার্স। ঢাকা পর্বে দুই ম্যাচের সবকটিতে হেরেছে রংপুর। তাই চট্টগ্রাম পর্বে মোমেন্টাম ফেরাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রেঞ্জার্স দলপতি মোহাম্মদ নবীর।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী চেহারায় হাজির মোহাম্মদ শাহজাদ। ওপেনিংয়ে নাইমের সঙ্গে ২৬ বলে গড়েন ৪৯ রানের জুটি। অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেনি নাইম। ৮ রানে রান আউটে কাটা পরেন বাংলাদেশ ওপেনার।
তারপরও তাণ্ডব চালিয়ে যান শাহজাদ। তুলে নেন আসরের প্রথম ফিফটি। সানজামুলের শিকার হওয়ার আগে তার ২৭ বলে ৬১ রানের ইনিংসটি সাজানো ছিলো ৭ চার ও ৪ ছয়ে।
শাহজাদ ঝড়ে বিশাল সংগ্রহের আভাস দিলেও মাঝপথে নিয়মিত উইকেট হারালে ততটা সম্ভব হয়নি। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট স্কোরে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ পায় রংপুর।
জবাবে কুমিল্লা ওয়ারিয়র্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বানুকা রাজাপাকসে ও সৌম্য সরকার। এ দুয়ের ৬১ রানের পার্টনারশিপ ভাঙ্গে–রাজাপাকসের ৩২ রানের বিদায়ে।
দ্বিতীয় উইকেটেও সাব্বির রহমানকে নিয়ে লড়াই চালান সোম্য। তবে, এ দুজনই ফিরেছেন অর্ধশতকের আক্ষেপ নিয়ে। সৌম্য ৪১ ও সাব্বির রহমান সাজঘরে ফেরেন ৪৯ রানে।
ম্যাচের নাটকীতা তখনও বাকী। শেষ ওভারে দাসুন সানাকার বিদায়ে উত্তেজনা ছড়িয়েছে জহুর আহমেদ স্টেডিয়ামে।
তবে, দলকে জয় এনে দিতে এতটুকু ভুল করেননি ডেভিড মালান। শেষ ওভারের রোমাঞ্চে শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পায় কুমিল্লা ওয়ারিয়র্স।