রংপুরে দিন দিন বেড়েই চলেছে প্রসূতি মৃত্যুর ঘটনা
- আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রংপুরে দিন দিন বেড়েই চলেছে প্রসূতি মৃত্যুর ঘটনা। গত ৫ বছরে এই সব নাম সর্বস্ব ক্লিনিকে চিকিৎসা নিতে এসে অকালে প্রাণ হারিয়েছে প্রায় দেড় শতাধিক প্রসূতি। অনুমোদনহীন নাম সর্বস্ব ক্লিনিকে অদক্ষ চিকিৎসক ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব থাকায় বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে প্রিয় সন্তানকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন মা। দালালের খপ্পরে পড়ে সন্তান সম্ভবা মেয়েকে নিয়ে এসেছিলেন নগরীর উত্তম সেবা হাসপাতালে। কিন্তু কিছু বুঝে উঠার আগেই ভুল চিকিৎসায় প্রাণ যায় মেয়েটির।
৫ নভেম্বর রংপুরের রোজ হাসপাতালে নাছিমা বেগমের সিজারের কয়েকদিন পর তার পেটে পাওয়া যায় গজ ব্যান্ডেজ।তবে বাঁচানো যায়নি নাছিমাকে। এছাড়াও একই মাসে ওরিয়ন ক্লিনিক ও স্কয়ার হাসপাতালেও ভুল চিকিৎসায় দুই প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ চিকিৎসক ও অপর্যাপ্ত যন্ত্রপাতির কারনেই ঘটছে মৃত্যুর ঘটনা।
ক্লিনিক ডায়াগনেষ্টিক মালিক সমিতির নেতারা জানান, স্বাস্থ্য বিভাগের কারনেই প্রতিনিয়ত বাড়ছে অনুমোদনহীন ক্লিনিকের সংখ্যা। আর ভূঁই-ফোঁড় ক্লিনিকের কথা স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।
রংপুরে মোট ক্লিনিক রয়েছে ৩১৩টি। যার মধ্যে ১৯৫টির অনুমোদন নেই।